দেশের দ্রুততম মানব ইসমাইল (বাঁয়ে)/ফাইল ছবি

টোকিও অলিম্পিক অ্যাথলেটিক্সে বাংলাদেশের এবার কোটা একটি। প্রার্থী তিনজন। অ্যাথলেটিক্স ফেডারেশন ৪০০ মিটার স্প্রিন্টার জহির রায়হানকে মনোনীত করেছে। জহিরকে মনোনীত করায় দেশ সেরা দ্রুততম মানব-মানবী ইসমাইল হোসেন ও শিরিন আক্তার বাদ পড়েছেন। শিরিন বাদ পড়ায় আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ না নিলেও ইসমাইল আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে চিঠি দিয়েছেন। 

মহাসচিব বরাবর লেখা আবেদন পত্রে তিনি ফেডারেশনের মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলে পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। মহাসচিবের কাছে লেখা চিঠি গ্রহণ করেছেন অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার। তিনি বলেন,‘ ইসমাইলের আবেদন গ্রহণ করেছি। কর্তৃপক্ষ এই ব্যাপারটি দেখবে।’ 

ইসমাইল হোসেন তার আবেদনের প্রেক্ষিতে যুক্তি দেখিয়ে বলেন, ‘আমি দেশের দ্রুততম মানব। বিগত অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টারদেরই পাঠানো হয়েছে। ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, সিলেকশন কমিটি সর্বশেষ পারফরম্যান্স বিবেচনা করার সুপারিশ করেছে। যাকে মনোনীত করেছে সে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে অংশ নেয়নি।’

শিরিন ২০১৬ রিও অলিম্পিক খেললেও এই অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করছিল। গত দুই ঈদে বাড়ি যাননি শুধু অলিম্পিকের প্রস্তুতির জন্য। তিনি মানসিকভাবে কষ্ট পেলেও আনুষ্ঠানিক কোনো চিঠি দেননি। 

এজেড/এটি