আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম সফল ডিসিপ্লিন শ্যুটিং। কমনওয়েলথ গেমসে শ্যুটিং থেকে বাংলাদেশ পদক পেয়েছে নিয়মিত। গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকেও অংশ নেন শ্যুটাররা। তবে সেটা ওয়াইল্ড কার্ডে। আর ওয়াইল্ড কার্ড নয় আরচ্যার রোমান সানা, গলফার সিদ্দিকুর রহমানের মতো নিজ যোগ্যতায় সরাসরি অলিম্পিক খেলতে চান এসএ গেমসে স্বর্ণজয়ী শ্যুটার শাকিল আহমেদ। 

শাকিলের এই আশার সঞ্চার হয়েছে কোরিয়ান কোচ কিম ইল ইয়াং। তিনি বিশ্বের অন্যতম সেরা পিস্তল কোচ। তার অধীনে আগে থেকেই অনুশীলন করছিলেন শাকিলরা। আজ (বুধবার) কিমের সঙ্গে শ্যুটিং ফেডারেশন চুক্তির মেয়াদ বাড়িয়েছে। ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত শাকিলদের অনুশীলন করাবেন কিম। 

কিমের সঙ্গে চুক্তি বাড়ানোয় শাকিল নিজের স্বপ্নকেও বাড়িয়েছেন, ‘আসন্ন টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে খানিকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি। তবে ২০২৪ প্যারিস অলিম্পিকে নিজেই জায়গা করে নিতে চাই।’ তিন বছর সময়ে সেটা কঠিন হলেও অসম্ভব মনে করছেন না কমনওয়েলথ গেমসে রৌপ্য পদকজয়ী এই শ্যুটার, ‘তার অধীনে আমি উন্নতি করতেছি। তিন বছর নিবিড় প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আশা করি অলিম্পিকে জায়গা করে নিতে পারব।’ 

শ্যুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু কিমের উপর আশ্বাস রাখছেন তার ওপর, ‘সে ভালো মানের কোচ। এজন্য তার সঙ্গে আমরা চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তার কোচিংয়ে বাংলাদেশ শ্যুটিংয়ে সাফল্য আসবে।’ কিমও নিজের সেরাটা দিয়ে শাকিলদের সাফল্যে রাঙাতে চান, ‘মেধাবী শ্যুটার রয়েছে অনেক। আমার সবটুকু দিয়ে চেষ্টা করব শ্যুটারদের সাফল্যের জন্য।’

আজ রাজধানীর গুলশানে শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের কার্যালয়ে কোরিয়ান কোচ কিমের সঙ্গে শ্যুটিং ফেডারেশনের ২০২৪ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। কিম আপাতত শাকিলকে নিয়ে কাজ করবেন। পরবর্তীতে জুনিয়রদের নিয়েও কাজ করবেন। 

শাকিল শুধু নিজের জন্য নয় কিমকে জুনিয়রদের জন্যও প্রয়োজন বলে মনে করেন, ‘কিম থাকলে নতুন পিস্তল শ্যুটাররা আরও ভালো কিছু শিখতে পারবে। শ্যুটিংয়ে সুন্দর একটি প্রজন্ম উঠবে।’

এজেড/এমএইচ