ফিদে ওয়ার্ল্ড কাপ দাবার বাছাইয়ে এশিয়ান কন্টিনেন্টাল হাইব্রিড দাবার সপ্তম রাউন্ড শেষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৭ খেলায় সাড়ে চার পয়েন্ট অর্জন করেছেন। সাত খেলায় আরেক গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চার পয়েন্ট করে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস সাড়ে তিন পয়েন্ট করে অর্জন করেছেন। 

আজ বৃহস্পতিবার সপ্তম রাউন্ডে খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার নবেন্দ্র প্রিয়াসমোরোর সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ সাদা ঘুঁটি নিয়ে ৪৩ চালে গ্র্যান্ড মাস্টার নবেন্দ্রর সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার রাজীব ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার সুসান্ত মেঘারানতো’র সাথে ড্র করেন।

গ্র্যান্ড মাস্টার রাজীব কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৮২ চালে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার শাকিল মঙ্গোলিয়ার গ্র্যান্ড মাস্টার নাসানজারগাল ইউরাসানকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ এ রাউন্ডে মালয়েশিয়ার রোহান শাহকে পরাজিত করেন। ফিদে মাস্টার সুব্রত মালয়েশিয়ার ফিদে মাস্টার ঝোও রেন লিমকে পরাজিত করেন। আগামীকাল (শুক্রবার) অষ্টম রাউন্ডের খেলা। 

এজেড/এটি