বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড
৩ পুরস্কার জিতলেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের
ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের তিনটি পুরস্কার জিতেছেন। ধারাবাহিক ও সাক্ষাৎকার ক্যাটাগরির পাশাপাশি বর্ষসেরাতেও পুরস্কৃত হয়েছেন তিনি। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত-প্রচারিত ক্রীড়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। এবার ৫৬ জন ক্রীড়া সাংবাদিকের শতাধিকের রিপোর্ট জমা পড়েছিল।
আরাফাত জোবায়েরের করা ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে চার পর্বের প্রতিবেদন 'সিরিজ' ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন; বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের অধিনায়ক মেহরাব হাসান সামিনের সাক্ষাৎকার 'আমরা প্রতিদিন পাই ৪০০ টাকা, এক জোড়া বুটের দামই ১৮ হাজার' সাক্ষাৎকার ক্যাটাগরিতে রানার আপ হয়। এই দুই ক্যাটাগরির পারফরম্যান্সের ভিত্তিতে ২০২৪ সালের বর্ষসেরা সাংবাদিক মনোনীত হয়ে রানারআপ হন তিনি।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের দুই মাস আগে ১৩ অক্টোবর প্ল্যান ইন্টারন্যাশনাল আয়োজিত 'গণমাধ্যম পুরস্কার ২০২৫' পেয়েছেন। ২০২২ ও ২৪ সালেও ম্যাক্স বিএসপিএ অ্যাওয়ার্ডে তিনটি করে পুরস্কার পেয়েছিলেন। গত বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে অনলাইন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পান। ২০২১ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছিলেন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় স্পোর্টস ক্যাটাগরিতে। দেশের গণ্ডি পেরিয়ে তার প্রতিবেদন ২০২২ ও ২০২৩ সালে ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএস অ্যাওয়ার্ডে এশিয়া মহাদেশের মধ্যে রাইটিং ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম ও দশম স্থান অর্জন করে। ক্রীড়াঙ্গনের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে প্রতিবেদনটি 'এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ডে ২০২৪' প্রমোটিং ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন' হিসেবে বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে। যা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা।
ম্যাক্স বিএসপিএ ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হয়ে ‘তওফিক আজিজ খান ট্রফি’ পেয়েছেন টি স্পোর্টসের রিফাত মাসুদ, ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের প্রথম রানার আপ ও সকাল সন্ধ্যার বদিউজ্জামান মিলন দ্বিতীয় রানার আপ হন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকার প্রিন্ট, অনলাইন, ম্যাগাজিন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ‘আতাউল হক মল্লিক ট্রফি’ পেয়েছেন সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল, রানারআপ হন যথাক্রমে ক্রিকইনফোর মোহাম্মদ ইসাম ও ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের। টেলিভিশন সাক্ষাৎকার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন টি স্পোর্টসের রিফাত মাসুদ, চ্যানেল টোয়েন্টিফোরের ফায়জুল ইসলাম ও সময় টিভির তাজিন খন্দকার পান্না।
‘রণজিৎ বিশ্বাস ট্রফি’ ফিচার ও ডকুমেন্টারি টিভি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন টি-স্পোর্টসের রিফাত মাসুদ। এই বিভাগের দুই রানারআপ টি স্পোর্টসের নাভিল এলাহী খান ও এখন টিভির (বর্তমানে চ্যানেল টুয়েন্টিফোরে) শফিউদ্দিন কাইয়ুম শাওন। ফিচার বিভাগে প্রিন্ট-অনলাইন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডেইলি স্টারের আশফাক নিলয়, সকাল সন্ধ্যার বদিউজ্জামান মিলন ও আজকের পত্রিকার (বর্তমানে প্রথম আলো) জহির উদ্দিন মিশু রানারআপ হয়েছেন।
ধারাবাহিক ক্যাটাগরিতে ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের চ্যাম্পিয়ন, সকাল সন্ধ্যার বদিউজ্জামান মিলন ও ঢাকা ট্রিবিউনের শিশির হক রানারআপ হয়েছেন। এক্সক্লুসিভ ক্যাটাগরিতে সময় টিভির এসএম ইকবাল চ্যাম্পিয়ন, প্রথম আলোর তারেক মাহমুদ ও ক্রিকফ্রেঞ্জির ( বর্তমানে ৭১ টিভি) ফয়সাল হাবিব রানারআপ হয়েছেন।
ফটোগ্রাফি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দেশ রুপান্তরের মোশাররফ হোসেন। রানার্সআপ হয়েছেন দেশ রুপান্তরের সাজ্জাদ হোসেন মুকুল ও ডেইলি স্টারের ফিরোজ আলম। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসের বিশেষ সম্মাননা পেয়েছেন আনোয়ার উল্লাহ ও পারভীন নাছিমা নাহার পুতুল।
অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে সম্মাননা-পুরস্কার তুলে দিয়েছেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, নেপালের ক্রীড়া সাংবাদিক প্রাজ্ঞল ওলি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা, এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন চপল, বিসিবির পরিচালক আমজাদ হোসেন, সাবেক জাতীয় ক্রিকেটার রকিবুল হাসান, মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শুক্লা।
এবারের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ডে বিচারক হিসেবে ছিলেন ক্রীড়া সাংবাদিক দুলাল মাহমুদ, এম এম কায়সার, রানা হাসান, পরাগ আরমান, সনত বাবলা, সাবেক ক্রীড়া সাংবাদিক ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার এবং রাকিবুল হাসান।
এজেড/এইচজেএস