নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম প্রতি বছর স্পোর্টস অ্যাওয়ার্ড আয়োজন করে। গতকাল নেপালের কাঠমান্ডুর পোখারাতে অনুষ্ঠিত অ্যাওয়ার্ডে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক রানা হাসান এশিয়া স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। তিন দশক ক্রীড়া সাংবাদিকতায় অবদানের জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন। 

নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরামের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান বিগত ২১ বারই কাঠমান্ডুতে হয়েছিল। এবারই প্রথম কাঠমান্ডুর বাইরের শহর পোখারায় হয়েছে। সেরা কোচ, সেরা পুরুষ ও নারী খেলোয়াড়, আজীবন সম্মাননার পাশাপাশি এবারই প্রথম নেপালের বাইরে ক্রীড়া সাংবাদিককে সম্মান প্রদান করা হয়েছে। ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএসের সাথে নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরামের সাথে সমন্বয় করে এশিয়া জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে। 

রানা হাসান এখন দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক। এর আগে তিনি যমুনা টিভি, সমকাল পত্রিকার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দৈনিক যুগান্তর, মানবজমিন পত্রিকাতেও ক্রীড়া সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সাংগঠনিক নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতিও ছিলেন রানা হাসান। 

গত বছর এআইপিএস এশিয়ার কংগ্রেস হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। সেখানে দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করা এশিয়ার ছয় জন বিশেষ সম্মাননা পেয়েছিলেন। বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও গবেষক ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদ স্বীকৃতি পেয়েছিলেন। 

এজেড/