রোমানদের আরচ্যারি, শাকিলদের শ্যুটিং নেই কমনওয়েলথ গেমসে
রোমানদের আরচ্যারি নেই কমনওয়েলথ গেমসে/ফাইল ছবি
আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস থেকে বাদ দেয়া হয়েছে শুটিং ও আরচ্যারি ডিসিপ্লিন। কমনওয়েলথ গেমেস এই দু’টি ডিসিপ্লিন না থাকায় বাংলাদেশে কমনওয়েলথে পদকের সম্ভাবনা কমল। অলিম্পিকের পর বৃহত্তম গেমস হিসেবে ধরা হয় কমনওয়েলথ গেমস। সেই গেমসে বাংলাদেশের ধারাবাহিক পদক আসত শুটিং থেকে।
বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘আমাদের জানা মতে বার্মিংহামের শুটিং ও আরচারি হওয়ার কথা ছিল দিল্লিতে। করোনার কারণে ভারত তা বাতিল করেছে। পরের কমনওয়েলথ গেমসেও শুটিং না রেখেই অনেকে আয়োজক হওয়ার জন্য বিডিং করেছে। যদি পরবর্তীতে কমনওয়েলথ গেমস থেকেই শুটিং বাদ দেওয়া হয়, তাহলে আমরা দক্ষিণ এশিয়ার গন্ডিতেই সীমাবদ্ধ হয়ে পড়ব। কারন কমনওয়েলথ গেমস থেকে কেবল আমাদের শুটাররাই দেশের জন্য পদক জিতে এনেছে।’
বিজ্ঞাপন
আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন,‘ এটা আসলেই খুব দুঃখজনক। আরচ্যারি এবং শুটিং দু’টি ডিসিপ্লিনই আমাদের জন্য পদক জয়ের দারুণ সম্ভাবনাময়। ভারত চেয়েছিল এই দু’টি ডিসিপ্লিন আয়োজন করতে চেয়েছিল আসন্ন গেমসে। কমনওয়েলথ কর্তৃপক্ষ রাজি হয়নি।’
বার্মিংহামে শুটিং না থাকার কারণ সম্পর্কে শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুর মন্তব্য,‘বিভিন্ন দেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে শুটাররা আসেন গেমসে। তাই নিরাপত্তার অজুহাত দেখিয়ে কমনওয়েলথ গেমসে শুটিংকে রাখেনি বার্মিংহাম।’
কেবল বার্মিংহামেই নয়, আগামীতে কোন কমনওয়েলথ গেমসেই থাকবে না শুটিং। সম্প্রতি এমন আশংকা তৈরী হয়েছে দেশের শুটিং অঙ্গণে। কারণ গত বছর গেমসের আয়োজক হওয়ার জন্য বিডিংয়ে এসে ‘শুটিং নট এ পার্ট অব কমনওয়েলথ গেমস’ বলেছিলেন বিড কমিটির চেয়ারম্যান লু ফ্রাপোর্তি।
বিজ্ঞাপন
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার বলেন, ‘বার্মিংহামে শুটিং নেই আমরা জানি। তাই বলে পরবর্তীতে যে থাকবে না এরকম কোন তথ্য নেই আমাদের কাছে।’
এজেড/এটি/এনইউ