ফটো সাংবাদিকতা সব সময় চ্যালেঞ্জিং। করোনাকালে ফটোসাংবাদিকরা অন্যতম ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছেন। আগামী কয়েকদিন ফটো সাংবাদিকরা মাতবেন ক্রীড়া আনন্দে। ফুটবল, দাবা, লুডু, ক্যারম, ম্যারাথন এই পাঁচ ডিসিপ্লিনে হবে ওয়ালটন-বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ক্রীড়া উত্সব। 

আজ (শুক্রবার) প্রতিষ্ঠানটির কার্যালয়ে ক্রীড়া উৎসবের উদ্বোধন হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কাজল হাজরা ও ক্রীড়া কমিটির আহ্বায়ক রফিক উদ্দিন এনায়েত। 

প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, ‘করোনাকালীন সময়ে ফটোসাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে সমাজ ও রাষ্ট্রের চিত্র নাগরিকদের কাছে তুলে ধরেছেন। ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের এমন আয়োজন প্রশংসনীয়।’

বিশেষ অতিথি ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘আমরা ক্রীড়া ফেডারেশনগুলোর পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গেও সম্পৃক্ত হয়ে কাজ করি। আগামীতে পরিবার নিয়ে টুর্নামেন্টের পরিধি বাড়ানোর অনুরোধ করছি।’ 

এজেড/এমএইচ