আরচ্যারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ (বৃহস্পতিবার) ভোরে দেশ ছেড়েছেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। ভিসা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। এজন্য বিমান টিকিট আগেভাগে কাটতে পারেনি ফেডারেশন। সহকারী কোচ জিয়ার ভিসা এখনো হয়নি। ফলে তাকে ছাড়াই আজ ভোরে রওনা হয়েছেন রোমানরা। 

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ভেন্যু আমেরিকার দক্ষিণ ডাকোতার ইযাঙ্কটোনে। ভেন্যুতে পৌছাতে রোমানদের প্রায় দেড় দিন লাগবে। ঢাকা থেকে দোহা যাবেন আরচ্যাররা। এরপর দোহা ট্রানজিট থেকে আমেরিকার শিকাগো। সেখান থেকে ডাকোতা। ডাকাতো থেকে বাস যোগে ভেন্যুতে পৌঁছবেন আরচ্যাররা। 

২০১৯ সালে নেদারল্যান্ডে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকসে কোটা নিশ্চিত করেছিলেন রোমান। দুই বছর পর আবার ওই প্রতিযোগিতা রোমানের জন্য নিজের পদক অক্ষুণ্ণ রাখার লড়াই। 

কম্পাউন্ড আরচ্যার অসীম কুমার নিজের সেরাটা দিতে চান, ‘আমাদের অনুশীলন ভালো হয়েছে। আশা করি কম্পাউন্ডেও স্কোর ভালো হবে।’ বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন রোমান সানা, দিয়া সিদ্দিকী, আব্দুল হাকিম রুবেল, অসীম কুমার, বিউটি রায় ও রামকৃষ্ণ সাহা। 

এজেড/এমএইচ