আর্মি স্টেডিয়ামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স
দেশের ৬৪ জেলা, আট বিভাগ, শিক্ষাবোর্ড ও বিকেএসপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে আগামীকাল শুরু হচ্ছে শহীদ শেখ রাসেল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বালক ও বালিকা বিভাগে ১৪টি এবং কিশোর-কিশোরী বিভাগে ২৭ ইভেন্টে পদকের জন্য লড়বে জুনিয়র অ্যাথলেটরা।
আর্মি স্টেডিয়ামে হ্যান্ডটাইমিংয়ে অনুষ্ঠেয় খেলায় স্বর্ণপদক জয়ীদের তিন হাজার, রুপা জয়ীদের দুই হাজার এবং ব্রোঞ্জপদক জয়ীদের এক হাজার টাকা অর্থপুরস্কার দেওয়া হবে। এছাড়া নতুন রেকর্ডধারীদের প্রত্যেকে পাবে পাঁচ হাজার টাকা করে।
বিজ্ঞাপন
অ্যাথলেটিক্স ফেডারশেনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় আমরা আর্মি স্টেডিয়ামে আয়োজন করছি। জুনিয়র প্রতিযোগিতা এজন্য এই টুর্নামেন্টের নামকরণ শহীদ শেখ রাসেলের নামে।’
বাংলাদেশের অ্যাথলেটিক্সের মূল সমস্যা হচ্ছে টার্ফ। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের মধ্যে নতুন টার্ফ স্থাপনও রয়েছে। নতুন টার্ফ নিয়ে ফেডারশেনের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদকে আমরা বলেছি বিশ্ব অ্যাথলেটিক্সের নিবন্ধিত কোম্পানির টার্ফ প্রতিস্থাপন করতে। না হলে আমরা এই টার্ফে আন্তর্জাতিক আসর আয়োজন করতে পারব না।’ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ছাড়া সহ-সভাপতি ফারুকুল ইসলাম সহ ফেডারেশনের আরো অনেক কর্মকর্তা ছিলেন।
বিজ্ঞাপন
এজেড/এনইউ