গত কয়েক মাস ফেন্সিং আলোচনায় ছিল কমিটি ভাঙা গড়া নিয়ে। এবার ফেন্সিং এসোসিয়েশন খেলা আয়োজন করছে৷ সোমবার থেকে শুরু হচ্ছে শেখ রাসেল জুনিয়র ও ক্যাডেট ফেন্সিং। 

১৫ দলের দেড়শ’ ফেন্সারদের নিয়ে সোমবার শুরু হবে শেখ রাসেল প্রথম জাতীয় জুনিয়র ও ক্যাডেট ফেন্সিং প্রতিযোগিতা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ১২টি করে স্বর্ণ ও রুপা এবং ২৪টি ব্রোঞ্জের জন্য লড়াই করবেন খুদে ফেন্সাররা। যার মধ্যে ৯০ জন পুরুষ ও ৬০ জন নারী খেলোয়াড় রয়েছেন।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি এম শোয়েব চৌধুরী। এ সময় সাধারন সম্পাদক সেলিম ওমরাও খান উপস্থিত ছিলেন। 

সোমবার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট কমিটির প্রধান দায়িত্বে রয়েছেন রংপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিডি কলিমুল্লাহ। যিনি ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি। 

এজেড/এনইউ