বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন এবং ডিবিএল সিরামিকসের পৃষ্ঠপোষকতায় আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ-২০২১’। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্ট অংশ নিচ্ছে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ। সোমবার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দিনের এ টুর্নামেন্ট। 

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো: আখতার হোসেন। টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) ডাচ বাংলা মিলনায়তনে আজ এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরে ফেডারেশনের সাধারন  সম্পাদক  এ.কে  সরকার বলেন, ‘দক্ষিণ এশিয়ায় ভারত সব সময় চ্যাম্পিয়নশিপের জন্যই খেলে। তাই আমরাও ভালো করার জন্যই খেলবো। নেপাল ও ভুটান আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা অংশগ্রহণ করছে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্পন্সর প্রতিষ্ঠান ডিবিএল’র চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ প্রমুখ।

এজেড/এমএইচ