প্রাণ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে ঢাকা পোস্ট, ৭১ টিভি, চ্যানেল ২৪, বিজনেস স্ট্যান্ডার্ড, চ্যানেল আই, বৈশাখী টিভি, ইনকিলাব ও আরটিভি। আগামীকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ আটের লড়াইয়ে ঢাকা পোস্টের প্রতিপক্ষ দৈনিক ইনকিলাব। আগামীকাল সকাল সোয়া এগারোটায় হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আজ বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বিজনেস স্ট্যান্ডার্ড ২-০ গোলে ডেইলি সানকে পরাজিত করে। বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষে এম এম জসিম ও শওকত আলী ১টি করে গোল করেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের শওকত আলী। দ্বিতীয় ম্যাচে চ্যানেল আই ২-১ গোলে জাগো নিউজকে হারিয়েছে। চ্যানেল আই’র হয়ে ১টি করে গোল করেন রাহুল রায় ও সাইফুল জুয়েল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের রাহুল রায়। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা (১১) রাহুল রায়।

তৃতীয় ম্যাচে বৈশাখী টিভি টাইব্রেকারে ২-১ গোলে জিটিভিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের গোলরক্ষক আশিক মাহমুদ। দিনের চতুর্থ ম্যাচে আরটিভি টাইব্রেকারে ২-১ গোলে প্রথম আলোকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আরটিভির গোলরক্ষক শরিয়ত উল্লাহ খান। 

পঞ্চম খেলায় ইনকিলাব ২-০ গোলে মানবজমিনকে হারায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইনকিলাবের ইয়াছিন রানা। দিনের শেষ খেলায় ঢাকা পোস্ট টাইব্রেকারে ৩-০ গোলে বিটিভিকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের গোলরক্ষক জসীম উদ্দিন।

পঞ্চম দিনে মাঠে উপস্থিত ছিলেন ডিআরইউ সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মহিদুর রহমান মিরাজ, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান স্বপন, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও পাবলিক রিলেশন ম্যানেজার মো: মাকসুদ ইসলাম জোয়ার্দার। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, মো: মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, ক্রীড়া উপ-কমিটির সদস্য জাহেদ হোসেন খোকন ও আরাফাত জোবায়ের।

এজেড/এমএইচ