বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে সুইমিং পুলের বিপরীত দিকেই ভারত্তোলন ফেডারেশনের অনুশীলন কক্ষ। গত দুই দিন এই কক্ষেই হয়েছে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের বাছাই খেলার জন্য সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপের ট্রায়াল। 

কিছুদিন আগে করোনা পজিটিভ ছিলেন টানা দুই সাফ গেমসে স্বর্ণজয়ী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। মাত্র করোনা থেকে সেরে ওঠায় ভারত্তোলন ফেডারেশন মাবিয়াকে সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়াল দিতে দেয়নি। মাবিয়া সরাসরি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন 

ট্রায়াল না দিয়ে সরাসরি বাছাইয়ে সুযোগ পেয়েও দুশ্চিন্তায় মাবিয়া আক্তার সীমান্ত। তিনি সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তির আওতায় প্যারিসে প্রশিক্ষণে যাবেন। মাস খানেকের মধ্যেই প্যারিসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। বিওএ-আইওসি আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে। 

সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপের আগে প্যারিস চলে গেলে আর কমনওয়েলথ খেলা হবে না এটা ভেবে শঙ্কিত মাবিয়া, ‘সিঙ্গাপুরে বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পারলে কমনওয়েলথ গেমসে খেলতে পারব না। কমনওয়েলথ গেমস খেলতে খুব আগ্রহী।’ বৃত্তি পেয়েও বেশ উচ্ছ্বসিত মাবিয়া, ‘অন্য ডিসিপ্লিনের অনেক খেলোয়াড় এর আগে উচ্চতর প্রশিক্ষণে গিয়েছিল। এবার আমি সুযোগ পেয়েছি। এজন্য খুবই খুশি। কিন্তু কমনওয়েলথের বাছাই ও প্রশিক্ষণের যাত্রার সময়সূচি প্রায় কাছাকাছি। বাছাইয়ের সপ্তাহখানেক আগে প্যারিস গেলে আর সিঙ্গাপুর যাওয়া সম্ভব হবে না এবং কমনওয়েলথও খেলতে পারব না।’

ভারত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ অলিম্পিকের প্রস্তুতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, ‘অলিম্পিকের গুরুত্ব অবশ্যই বেশি। সিঙ্গাপুর যাওয়ার আগে যদি প্যারিস যেতে হয় সেক্ষেত্রে প্যারিসকেই বেছে নিতে হবে মাবিয়াকে।’ এমন পরিস্থিতিতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের দিকে তাকিয়ে মাবিয়া, ‘বিওএ যদি আইওসি’র সঙ্গে আলাপ করে আমার যাত্রা কিছু দিন পেছাতে পারে। তাহলে আমি সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারব। সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারলে কমনওয়েলথে জায়গা করে নিব। এরপর প্যারিসে অনুশীলন করলে আমার পারফরম্যান্সে উন্নতি হবে কমনওয়েলথে।’ 

দুই দিন ব্যাপী হওয়া ট্রায়ালে মাবিয়া সহ আরো সাতজন নারী ও আট জন পুরুষ ভারত্তোলক নির্বাচিত হয়েছেন। এই ১৬ জন সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। সেখানে যারা কমনওয়েলথের শর্তপূরণ করতে পারবেন তারা বার্মিংহামে খেলার টিকিট পাবেন। 

ভারত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ বার্মিংহামে কয়েকজন ভারত্তোলকের খেলার ব্যাপারে আশাবাদী, ‘আমরা ১৬ জনের নাম চুড়ান্ত করেছি বাছাইয়ের জন্য। বাছাইপর্বে প্রতি ওজন শ্রেণি থেকে ১১ জন কমনওয়েলথে অংশগ্রহণ করতে পারবে। আমরা আশাবাদী বাংলাদেশের কয়েকজন ভারত্তোলক বাছাইয়ে ১১ জনের মধ্যে থাকবে।’  

সিঙ্গাপুরের জন্য নির্বাচিত ১৬ জন বিভিন্ন সার্ভিসেস বাহিনীর। সিঙ্গাপুরের খরচ ফেডারেশনের সঙ্গে এদের নিজ নিজ সংস্থারও বহন করার কথা রয়েছে। 

এজেড/এটি