রাশিয়ান টেনিস তারকাদের দেখা যাবে না এবারের উইম্বলডনে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে গত এপ্রিলে রাশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ করে উইম্বলডনের আয়োজক সংস্থা অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি)। রাফায়েল নাদাল-অ্যান্ডি মারেদের মতো বিশ্বের শীর্ষ টেনিস তারকাদের থেকে শুরু করে সাধারণ টেনিসপ্রেমীরাও তখন উইম্বলডনের সমালোচনায় মুখর হয়েছিলেন। এবার বিশ্ব টেনিসের শীর্ষ দুই নিয়ন্ত্রক সংস্থা অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস (এটিপি) ও উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) উভয়ই উইম্বলডনের ওই ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্তের জন্য তাদের শাস্তি দিয়েছে।

এটিপি এবং ডব্লিউটিএ পৃথক বিবৃতিতে রাশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ করার মাধ্যমে উইম্বলডন এটিপি এবং ডব্লিউটিএ’র সঙ্গে করা র‌্যাঙ্কিং চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে, ‘সম্প্রতি ঘাসের কোর্টে আগামী গ্র্যান্ড স্লামে খেলোয়াড়দের নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব এবং লন টেনিস অ্যাসোসিয়েশন নিয়েছে সেটা ডব্লিউটিএ আইন, গ্র্যান্ড স্লাম আইন এবং গ্র্যান্ড স্লামগুলোর সঙ্গে করা ডব্লিউটিএর চুক্তির মৌলিক নীতিগুলোর সঙ্গে সাংঘর্ষিক।’

‘যেকোনো ধরনের বৈষম্য ব্যতিরেকে খেলোয়াড়রা শুধু তাদের মেধার ভিত্তিতে এসব প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবেন। উইম্বলডনের এই সিদ্ধান্ত এটিপির র‌্যাঙ্কিং চুক্তির পরিপন্থী। আর তাই আমরা অনন্যোপায় হয়ে ২০২২ উইম্বলডন থেকে র‌্যাঙ্কিং পয়েন্ট অপসারণের সিদ্ধান্ত নিচ্ছি।’

এটিপি এবং ডব্লিউটিএ’র শাস্তির ফলে উইম্বলডনের এবারের আসরে অংশ নেওয়া খেলোয়াড়দের সাফল্য বা ব্যর্থতা বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে প্রতিফলিত হবে না। গ্র্যান্ড স্লাম এই টুর্নামেন্টের এবারের আসর তাই গুরুত্বের দিক দিয়ে সাধারণ প্রদর্শনী প্রতিযোগিতার পর্যায়ে নেমে যাবে।

উইম্বলডন কর্তৃপক্ষ এটিপি এবং ডব্লিউটিএ’র শাস্তি ঘোষণার পর এক বিবৃতিতে নিজেদের 'গভীর হতাশা'র কথা ব্যক্ত করেছে।

আগামী ২৭ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবে অনুষ্ঠিত হবে এবারের উইম্বলডন।

এইচএমএ/এটি