চোটের কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে সুইস কিংবদন্তি রজার ফেদেরার। টানা এক বছর টেনিস কোর্ট থেকে দূরে থাকার কারণে এবারের হালনাগাদ এটিপি র‌্যাঙ্কিং থেকে বাদ পড়েছেন তিনি। গত ২৫ বছর র‌্যাঙ্কিংয়ে রাজত্ব করার পর এবার তার নামই চলে গেল তালিকার বাইরে। এই দুঃসংবাদের মধ্যেই নিজের অবসরের ইঙ্গিত দিয়েছেন উন্মুক্ত যুগে পুরুষদের মধ্যে প্রথম কুড়ি গ্র্যান্ডস্লামের মাইলফলক ছোঁয়া এই কিংবদন্তি।

নেদারল্যান্ডসের এক সংবাদপত্রের সঙ্গে আলাপচারিতায় ফেদেরার অবসরের ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমি সবসময় জিততে পছন্দ করি। তবে যদি তুমি লড়াই না চালাতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার থেমে যাওয়াটাই উচিত। আমি মনে করি না আমার আর টেনিসের প্রয়োজন রয়েছে। আমি ছোট ছোট জিনিস নিয়েই খুশি। যেমন আমার ছেলেরা যদি ভালো কিছু করে বা আমার মেয়েরা যদি ভালো গ্রেড পায় তাহলেই আমি খুশি।’

আরও পড়ুন >> উইম্বলডন শিরোপা ধরে রেখে ফেদেরারকে টপকে গেলেন জোকোভিচ

রেকর্ড আটবারের উইম্বলডনজয়ীর কণ্ঠে এবারের আসরে খেলতে না পারার আক্ষেপ ঝরেছে, ‘আমার পরিচিতির একটা অঙ্গ টেনিস। তবে সবটা নয়। আমি সবসময় সফল হতে চাই। ব্যবসাতেও আমি আমার সমস্ত শক্তি দিতে চাই। আমি জানি পেশাদার ক্যারিয়ার চিরস্থায়ী হতে পারে না। তাতে আমার কোনো অসুবিধা নেই। এই বছর উইম্বলডন খেলতে না পারাটা আমার কাছেই আশ্চর্যের বিষয়। ১৯৯৮ থেকে আমি টানা ওখানে খেলেছি। এই বছর টিভিতেই দেখলাম।’

চোট কাটিয়ে এবারের উইম্বলডন দিয়েই মাঠে ফেরার কথা ছিল ২০ বারের গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরারের। তবে সময়মত চোটমুক্ত হতে না পারায় এবার দর্শক হিসেবেই উইম্বলডন উপভোগ করেছেন তিনি। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় লেভার কাপ দিয়ে টেনিস কোর্টে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফেদেরার।

এইচএমএ