আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জাতীয় বয়সভিত্তিক সাঁতার। প্রথম দিনে ৩৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটিতে রেকর্ড গড়েছেন খুদে সাঁতারুরা। 

শুক্রবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ১৩-১৪ বছরের বালক বিভাগের ১০০ মিটার ব্যাক স্ট্রোকে বিকেএসপির ইমরান হাসান ও ব্রাহ্মনবাড়িয়ার আকিব হোসেন যুগ্মভাবে নতুন রেকর্ড গড়েন। এক মিনিট ১২.০৪ সেকেন্ডে তারা এই রেকর্ডের মালিক হন। ১৮-২০ যুবতী বিভাগে ২০০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির নুপুর খাতুন দুই মিনিট ২৩.১২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। দুই মিনিট ৩১.১২ সেকেন্ডে আগের রেকর্ডটি ছিল একই সংস্থার খাদিজা খাতুনের। ১৮-২০ বছর যুবক বিভাগে মুন্সিগঞ্জের আমিরুল ইসলাম ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এক মিনিট ৩.৩৭ সেকেন্ডে নিজের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন। বিকেএসপিতে থাকাকালীন এক মিনিট ৪.৩০ সেকেন্ডে আগের রেকর্ডটি ছিল তার। 

প্রথম দিন শেষে ২৩টি স্বর্ণ, ২৫টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে বিকেএসপি। চারটি স্বর্ণ এবং নয়টি করে রুপা ও ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থানে আনসার।

এজেড/এনইআর