নিয়াজের পর জিয়াকে বধ ফিদে মাস্টার নাসিরের
ছবি: সংগৃহীত
ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ দুর্দান্ত খেলছেন বিশ্বকাপ দাবা বাছাইয়ে। বাংলাদেশের দুই গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমানকে হারিয়েছেন এই ফিদে মাস্টার। পঞ্চম রাউন্ডে নিয়াজের পর আজ অস্টম রাউন্ডে জিয়াকে হারান। ফিদে মাস্টার নাসির কালো ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়ার ক্যাটালান ওপেনিংয়ের বিরুদ্ধে খেলে ৪৫ চালে জয়ী হন।
এই জয়ে নাসির ৬ পয়েন্ট নিয়ে মিলিতভাবে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন ও শ্রীলংকার ফিদে মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান দ্বিতীয় স্থানে রয়েছেন।
বিজ্ঞাপন
বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের দোরগোড়ায় রয়েছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। এশিয়ান জোনাল দাবায় ওপেন বিভাগে অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। আগামীকাল শেষ রাউন্ডে ফাহাদ জিতলেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে। শেষ রাউন্ডে নাটকীয়তাও হতে পারে। ফাহাদ ড্র কিংবা হারলে দ্বিতীয় স্থানে থাকা পাঁচজনের মধ্যে বিশ্বকাপ খেলার সুযোগ তৈরি হবে।
মহিলা বিভাগে ছয় পয়েন্ট নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ৭ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ছয় পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও ওয়াদিফা আহমেদ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার নাজারানা খান ইভা তৃতীয় স্থানে রয়েছেন।
বিজ্ঞাপন
গত আট রাউন্ডের খেলা বিকেল তিনটায় শুরু হলেও আগামীকাল শেষ রাউন্ডের খেলা সকাল দশটায় শুরু হবে। খেলা শেষে বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করবেন।
এজেড/এইচজেএস