সাড়ে তিন লাখ টাকার লড়াইয়ে দুই শতাধিক টেনিস খেলোয়াড়
শাহবাগস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স আগামীকাল থেকে ৩ জানুয়ারী পর্যন্ত চলবে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৮ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৮ বছর, বালক একক অনূর্ধ্ব-১৪ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর ইভেন্ট অন্তর্ভূক্ত থাকবে।
৩০ টি ক্লাব/সংস্থা হতে মোট ২১০ জন খেলোয়াড়ের এন্ট্রি হয়েছে। এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৩ লাখ ৩৫ হাজার টাকা। আর্থিক পুরস্কার ছাড়াও সকল ইভেন্টের বিজয়ী খেলোয়াড় ট্রফি ও সার্টিফিকেট পাবে।
বিজ্ঞাপন
প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের জন্য ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম সরকার (সোহেল) কে টুর্নামেন্ট ডিরেক্টর মনোনীত করা হয়েছে এবং টুর্নামেন্টে রেফারী হিসেবে দায়িত্ব পালন করবেন ফেডারেশনের নির্বাহী সদস্য ও অফিসিয়েটিং কমিটির মেম্বার ইনচার্জ আহমেদ জিয়াউর রহমান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঢাকার বহিরাগত খেলোয়াড় ও প্রশিক্ষকগণের ফেডারেশনের অভ্যন্তরে আবাসন ও অন্যান্য ব্যবস্থাপনা করছে ফেডারেশন।
এন্ট্রি প্রদান করা ক্লাব/সংস্থা সমূহ হচ্ছে- জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, অফিসার্স ক্লাব, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, উত্তরা ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স -রাজশাহী, নওগাঁ টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, নেত্রকোনা টেনিস ক্লাব, সেনাবাহিনী অফিসার্স ক্লাব, নরডিক ক্লাব, আমেরিকান ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, ডাচ ক্লাব, বাগেরহাট টেনিস ক্লাব, পুলিশ মেস অফিসার্স ক্লাব, আজিমপুর কমিউনিটি সেন্টার টেনিস ক্লাব, বোট ক্লাব, উত্তরা ফ্রেন্ডস ক্লাব, মুন্সীগঞ্জ টেনিস ক্লাব, গুলশান ক্লাব, কাস্টমস ক্লাব, প্রো টেনিস একাডেমি, ইমপেক্ট টেনিস একাডেমি, বাগেরহাট টেনিস ক্লাব।
বিজ্ঞাপন
প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব আশরাফুজ্জামান খাঁন (পুটন), সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার (সোহেল), শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।
আগামীকাল বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করবেন এবং শাজালাল ইসলাম ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ বিশেষ অতিথি হিসেবে থাকবেন।
এজেড/এইচজেএস