জকোভিচকে চমকে দিলেন ৬ ফুট ৩ ইঞ্চির অখ্যাত তরুণ
জকোভিচ ভূপাতিত। উইম্বলডনের প্রথম রাউন্ডে প্রথম সেটে তাকে এভাবেই চমকে দিয়েছিলেন জ্যাক ড্রেপার/গেটিইমেজ
এটা অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো। কোর্টে নেমে কিছু বুঝে উঠার আগেই প্রথম ৩৭ মিনিটে চমকে দিলেন অখ্যাত এক ব্রিটিশ তরুণ। যার নামটা শুনলেও তেমন কিছুই জানতেন না নোভাক জকোভিচ। সেই অখ্যাত ব্রিটিশ তরুণ কিনা প্রথম সেটে হারিয়ে দিলেন গত বারের উইম্বলডন চ্যাম্পিয়নকে! বিশ্বের এক নম্বরের বিপক্ষে প্রথম রাউন্ডের প্রথম সেটে ৬-৪ গেমে জয়ে নিজের জানান দিয়েছিলেন জ্যাক ড্রেপার। অবশ্য তার পরের সময়টুকু সার্বিয়ান কিংবদন্তির।
ড্রেপার ২০১৮ সালে উঠেছিলেন জুনিয়র উইম্বলডনের সিঙ্গেলসে ফাইনালে ওঠেন। ব্রিটেনের সর্বকালের অন্যতম সেরা অ্যান্ডি মারের সঙ্গ পেয়েছেন অনেক দিন ধরেই। সেই ড্রেপার জানিয়ে দিলেন আগামীর বার্তা। বয়স ১৯ ছাড়িয়েছে, তিনিই কিনা সোমবার কিংবদন্তিকে ভয় পাইয়ে দিয়েছিলেন।
বিজ্ঞাপন
উইম্বলডনের সেন্টার কোর্টে অবশ্য শেষটাতে বোকা বানাতে পারেননি জকোভিচকে। ৪-৬ গেমে হারের পর শেষ তিন সেট তিনি জিতলেন ৬-১, ৬-২, ৬-২ গেমে। জানিয়ে দিলেন ঘাসের কোর্টে আরেকটি গ্র্যান্ডস্ল্যাম জিততে এবার প্রস্তুতি কম নেই তার।
তবে শুরুর দিনে বড় অঘটন দেখা গেছে উইম্বলডনে। ফ্রেঞ্চ ওপেনের রানার্স আপ স্টেফানোস সিৎসিপাসকে প্রথম রাউন্ডেই। সরাসরি সেটে সিৎসিপাসকে হারান যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফো। মেয়েদের এককের প্রথম রাউন্ডেই বিদায় পেত্রা কভিতোভার। জিততে কষ্ট হলো অ্যান্ডি মারের।
বিজ্ঞাপন
মারে অবশ্য জর্জিয়ার নিকোলোজ ব্যাসিলাসভিলির বিপক্ষে প্রথম দুই সেটে (৬-৪, ৬-৩) জিতেন অনায়াসে। এরপরই পথ হারান তৃতীয় সেটে। অবশ্য চতুর্থ সেটে জয়ে ফেরেন মারে। মেয়েদের এককে দু'বারের চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা অবশ্য পথ হারান শুরুতেই। দশম বাছাই স্লোন স্টিফেন্স তাকে হারিয়ে দেন ৬-৩, ৬-৪ গেমে।
এটি/এনইউ