টেনিসের অনেক শিরোপাই নিজের করে নিয়েছেন নোভাক জোকোভিচ। জিতেছেন গ্র্যান্ডস্লামও। কিন্তু কখনো অলিম্পিকের সোনার পদকটা জেতা হয়নি তার। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ ছিল। 

টোকিও অলিম্পিকে রাফায়েল নাদালের পাশাপাশি রজার ফেদেরারও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু সেটা কাজে লাগাতে পারলেন না জোকোভিচ। টোকিও অলিম্পিক টেনিসের সেমিফাইনালে জার্মানির জেভেরভের কাছে হেরে গেছেন তিনি। 

শুক্রবার তার কাছে ৬-১, ৩-৬ ও ১-৬ গেমে হেরে গেছেন তিনি। প্রথম সেটে ৬-১ গেমে জিতেছিলেন জোকোভিচই। কিন্তু পরের দুই সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান জভেরেভ। জিতে নেন ৬-৩ ও ৬-১ গেমে। 

হেরে গেলেও এখনো পদক জেতার সুযোগ আছে জোকোভিচের সামনে। শনিবার তৃতীয় হওয়ার লড়াইয়ে স্পেনের পাওলো বুস্তা ক্যারেনোর মুখোমুখি হবেন জকোভিচ। 

এমএইচ