ফাইল ছবি

প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়  থেকে আরো ১৫টি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ নিয়ে আলোচনা করব। পিইসি পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে শূন্যস্থান পূরণে পূর্ণ নম্বর পেতে এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ জাতীয় দিবস, সাল, মুক্তিযুদ্ধের ইতিহাস মনোযোগসহকারে পড়বে।

২৬. ‘জয় বাংলা’ ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয়---।

উত্তর :  ‘জয় বাংল’ ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান

২৭. এদেশের সাধারণ মানুষ নানাভাবে--- সহযোগিতা করেছেন।

উত্তর :  এদেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন।

২৮. অনেক নারী প্রশিক্ষণ নিয়ে--- অংশগ্রহণ করেছেন।

উত্তর :  অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন।

২৯. শুধু --- মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল।

উত্তর :  শুধু রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল।

৩০. ১৯৭১ সালের ---রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর অতর্কিত আক্রমণ করে।

উত্তর :  ১৯১৭ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর অতর্কিত আক্রমণ করে।

৩১. মুক্তিযুদ্ধে--- বাঙালি শহিদ হয়।

উত্তর : মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ বাঙালি শহিদ হয়।

৩২. মুক্তিযুদ্ধে এক কোটির বেশি মানুষ ---  আশ্রয় নেন।

উত্তর :  মুক্তিযুদ্ধে এক কোটির বেশি মানুষ ভারতে আশ্রয় নেন।

৩৩. রাজাকাররা---পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাত সাহায্য করেছিল।

উত্তর :  রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাত সাহায্য করেছিল।

৩৪. প্রতিবছর ১৪ই হিসেম্বর--- দিবস’ পালন করা হয়।

উত্তর : প্রতিবছর ১৪ই হিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়।

৩৫. মুক্তিযুদ্ধের পুরো সময়টায় প্রতিবেশী দেশ--- নানাভাবে আমাদের সাহায্য করে।

উত্তর : মুক্তিযুদ্দের পুরো সময়টায় প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আমাদের সাহায্য করে।

৩৬. বাঙালি--- ভারত খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা দেয়।

উত্তর : বাঙালি শরণার্থীদের ভারত খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা দেয়।

৩৭. মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট ---নেতৃত্বে ১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী গঠন হয়।

উত্তর :  মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে ১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী গঠন হয়।

৩৮. ১৯৭১ সালের ৩ ডিসেম্বর হঠাৎ--- ভারতের বিমানঘাটিতে বোমা হামলা চালায়।

উত্তর :  ১৯৭১ সালের ৩ ডিসেম্বর হঠাৎ পাকিস্তান বিমানবাহিনী ভারতের বিমানঘাটিতে বোমা হামলা চালায়।

৩৯. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর--- বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

৪০. প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা--- দিবস পালন করি।

উত্তর : প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি।

এমকে