ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের গল্প : অতিথির স্মৃতি’ থেকে আরো ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

১১।কুঞ্জশব্দের অর্থ কী?    

     ক) হস্তী            খ) উপবন

     গ) তপোবন      ঘ) পাখির বাসা

১২।প্রাচীরশব্দের অর্থ কী?

     ক) প্রাকার                  খ) প্রান্তর

     গ) পুরাতন                 ঘ) প্রাচীন

১৩।অতিথির স্মৃতিআঙ্গিকের দিক থেকে কোন ধরনের রচনা?

     ক) রসরচনা               খ) ছোটগল্প

     গ) স্মৃতিকথা               ঘ) প্রবন্ধ

১৪। অতিথির স্মৃতিগল্পটি পড়ে শিক্ষার্থীরা কার প্রতি সহানুভূতিশীল হবে?

     ক) দেওঘরের পরিবেশ         খ) দেওঘরের জনগণ

     গ) পশুপাখি              ঘ) মানবেতর প্রাণী

১৫।অতিথির স্মৃতিগল্পের লেখকের দেওঘরে যাওয়ার কারণ কী?

     ক) লেখাপড়া              খ) অপারেশন চিকিৎসা

     গ) আনন্দ-ভ্রমণ         ঘ) বায়ু পরিবর্তন

১৬। অতিথির স্মৃতিগল্পেঅতিথিবলতে কী বুঝানো হয়েছে?

     ক) কুকুরকে               খ) বিড়ালকে

     গ) বেনে-বৌ পাখিকে  ঘ) দোয়েল পাখিকে

১৭। অতিথির স্মৃতিনামটি কোন উদ্দেশ্য সাধন করতে পারে?

ক) মনে রাখতে সহায়তা                খ) প্রাণীর প্রতি দয়া দেখানো

গ) নিষ্ঠুরতা পরিহারের মানসিকতা  ঘ) প্রাণীর স্মৃতিকে ধারণ করা

১৮। অতিথির স্মৃতিগল্পের বিষয় মানবেতর একটি প্রাণীর সঙ্গে একটি অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে কী গড়ে উঠেছে?

     ক) মমত্বের সম্পর্ক       খ) নির্মমতার সম্পর্ক

     গ) ভালোবাসার সম্পর্ক  ঘ) অর্থনৈতিক সম্পর্ক

১৯।অতিথির স্মৃতিগল্পে কী তুলে ধরা হয়েছে?

     ক) সম্পর্কের মধুরতা       খ) সম্পর্কের অস্থায়ীরূপ

     গ) সম্পর্কের বিচিত্র রূপ  ঘ) সম্পর্কের স্থায়ীরূপ

২০। ‘পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি।‘ এই দৃশ্যকল্পে কার কথা বলা হয়েছে?

     ক) মালিনী        খ) কুকুর

     গ) মালি           ঘ) দারোয়ান

২১। ‘ছোট আদরের বিড়ালের বাচ্চাটি রেখে লিসার মানার বাড়ি যেতে কোনো আগ্রহ ছিল না।‘ - এখানে বিড়ালের বাচ্চাটিঅতিথির স্মৃতিগল্পের কোনটির প্রতিরূপ?

     ক) অতিথি                 খ) পাখির ছানাটি

     গ) প্রতিবন্ধী মেয়েটি   ঘ) বামুন ঠাকুর

২২। আসামি মমতাজ চুরির শাস্তি থেকে পরিত্রাণ পেয়েছে- ‘অতিথির স্মৃতিগল্পে আসামি শব্দটি ব্যবহার করা হয়েছে কোন অর্থে?

     ক) অপরাধী               খ) পলাতক

     গ) রোগে আক্রান্ত      ঘ) অতিথি

২৩।মিশু অনেকদিন পর শহর থেকে গ্রামে মায়ের সঙ্গে দেখা করতে এলো। ভোরে মায়ের ডাকে তার ঘুম ভাঙে।‘- উদ্দীপকটির সঙ্গেঅতিথির স্মৃতিগল্পে লেখকের ঘুম ভাঙে কীভাবে?

     ক) চাকর-বাকরের ডাকে  খ) কুকুরের ডাকে

     গ) পাখ-পাখালির ডাকে     ঘ) ভজনের সুরে

২৪। শরৎচন্দ্রেরঅতিথির স্মৃতিউৎসগত দিক থেকে কোনটির সাথে সম্পর্কযুক্ত?

     ক) কান্দির                 খ) অভাগীর স্বর্গ

     গ) দেওঘরের স্মৃতি     ঘ) বিন্দুর ছেলে

২৫।পাণ্ডর তার বদনখানি’ - ‘অতিথির স্মৃতিগল্পে পাণ্ডরকোন অর্থ বহন করে?

     ক) কালচে                 খ) ধূসর

     গ) বাদামি                  ঘ) ফ্যাকাশে

উত্তর : ১১। খ, ১২। ক, ১৩। খ, ১৪। ঘ, ১৫। ঘ, ১৬। ক,  ১৭। গ,  ১৮। ক, ১৯। গ, ২০।  খ, ২১। ক, ২২। গ,  ২৩। ঘ,  ২৪। গ,  ২৫। ঘ।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ  মতিঝিল, ঢাকা

এমকে