ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের `গল্প : অতিথির স্মৃতি’থেকে আরো ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে বেশি নম্বর পেতে সংশ্লিষ্ট গল্পের প্রতিটি লাইন আন্ডারলাইন করে বুঝে পড়বে। সংশ্লিষ্ট গল্পের গুরুত্বপূর্ণ শব্দগুলো খাতায় নোট আকারে লিখে রাখবে।

১. `অতিথির স্মৃতি’ গল্পটির লেখক কে?

(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

২. ‘অতিথির স্মৃতি’ গল্পটি কোন গল্পটির ঈষৎ পরিমার্জি‘ত রূপ?

(ক) অতিথির কীর্তি (খ) দেওঘরের স্মৃতি (গ) অতিথির স্মৃতি (ঘ) দেওঘরের কীর্তি

৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?

(ক) পশ্চিমবঙ্গের হুগলী জেলার দেবানন্দপুর গ্রামে (খ) বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে (গ) চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে (ঘ) সাঁওতাল পরগনার দুমকা গ্রামে

৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী?

(ক) অপরাজেয় কথাশিল্পী (খ) রূপসী বাংলার কবি (গ) সাহিত্য সম্রাট (ঘ) কাব্য বিশারদ 

৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনগুলো?

(ক) পল্লীসমাজ, দেবদাস (খ) শ্রীকান্ত, গৃহদাহ (গ) দেনাপাওনা, পথের দাবী (ঘ) সবগুলো

৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন?

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা বিশ্ববিদ্যালয় (গ) সোরবন বিশ্ববিদ্যালয় (ঘ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে ডি-লিট ডিগ্রি লাভ করেন?

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা বিশ্ববিদ্যালয় (গ) সোরবন বিশ্ববিদ্যালয় (ঘ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

৮. ১৯০৭ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ’ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়?

(ক) দেনাপাওনা (খ) বড়দিদি (গ) পথের দাবি (ঘ) শেষ প্রশ্ন

৯. কোথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটে?

(ক) ঢাকায় (খ) দেওঘরে (গ) ভাগলপুরে (ঘ) কলকাতায়

১০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত থেকে কত সাল পর্যন্ত রেঙ্গুনে অবস্থান করেছিলেন?

(ক) ১৮৭৬-১৯৮৯ খ্রিষ্টাব্দ (খ) ১৯৯৪-১৯০৭ খ্রিষ্টাব্দ (গ) ১৯০৩-১৯১৬ খ্রিষ্টাব্দ (ঘ) ১৯২৫-১৯৩৮ খ্রিষ্টাব্দ

১১. বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?

(ক) সন্ধ্যার পূর্বে (খ) সন্ধ্যার পরে (গ) বিকেল বেলা (ঘ) গোধূলি বেলা

১২. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝানো হয়েছে?

i. কোনো তিথি না মেনে কারোর আগমনকে ii. মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে iii. অবাঞ্ছিত কোনো অতিথির অধিক সময় অবস্থানকে

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ১৩ ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

বাবা-মার আদরের দুই ছেলে রাহি ও মাহি এবার ক্লাস টু তে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট একটি খাঁচায় একটি ময়না পাখি কিনে ওদের উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার দেয়া, পানি দেয়া, কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু একদিন সকালে তারা দেখে ইঁদুর এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে। সেই থেকে তাদের অঝোর ধারায় কান্না, কেউ আর থামাতেই পারে না। আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে।

১৩. ‘উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো-

i. পশু-পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক ii. পশু-পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক iii. ভালোবাসার সিক্ত পশু-পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১৪. উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?

(ক) বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না (খ) আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিত হয়ে বসে আছে (গ) অতএব আমার অতিথি করে উপবাস (ঘ) আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনে বুঝলি

উত্তর : ১. ক, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. ঘ, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. ঘ, ১০. গ, ১১. ক,১২. গ, ১৩. গ, ১৪. ক।

সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ), রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এমকে