সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছো নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : পদার্থের অবস্থা’ থেকে ১১টি সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের রসায়ন বিষয়ে এ প্লাস পেতে হলে বোর্ড পরীক্ষায় আসা বহুনির্বাচনি প্রশ্নে পূর্ণ নম্বর পেতে হবে। কাজেই এখন থেকে বিষয়টি তোমরা গুরুত্ব দিয়ে পড়বে।

১. কোনটির নি:সরণের হার সবচেয়ে বেশি?

(ক) জলীয় বাষ্প (খ) অ্যামোনিয়া গ্যাস (গ) মিথেন গ্যাস (ঘ) ইথেন গ্যাস

২. সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি?

(ক) অ্যামোনিয়াম ক্লোরাইড (খ) অ্যালুমিনিয়াম ক্লোরাইড (গ) ন্যাপথালিন (ঘ) কর্পূর

৩. কোনটি কর্পূরের সংকেত?

(ক) C10H8 (খ) C10H16O (গ) C6H6 (ঘ) C12H26O

৪. মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়?

(ক) কঠিন, তরল ও বায়বীয় (খ) তরল ও বায়বীয় (গ) কঠিন ও তরল  (ঘ) কঠিন ও বায়বীয়

৫. নিচের কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান হবে?

(ক) CO2, CO (খ) CO2, N2O (গ) N2O, NO2 (ঘ) CO2, NO2

৬. KMnO4 কে পানিতে দ্রবীভূত করলে কোন বর্ণ ধারণ করবে?

(ক) বেগুনি (খ) নীল (গ) লাল (ঘ) কমলা

৭. চাপে কোনটির সংকোচন সবচেয়ে বেশি হবে?

(ক) বরফ (খ) জলীয় বাষ্প (গ) পানি (ঘ) পারদ

৮. কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি?

(ক) চিনি (খ) পারদ (গ) ফ্লোরিন (ঘ) পানি

৯. কোনটির আন্ত:আণবিক শক্তি অধিক?

(ক) তেল (খ) মোম (গ) মধু (ঘ) দুধ

১০. কোন অবস্থায় পদার্থেও কণাগুলো বেশি গতিশীল?

(ক) প্লাজমা (খ) গ্যাসীয়  (গ) তরল (ঘ) কঠিন

১১. চাপ প্রয়োগে কোনটির গলনাঙ্ক কমে?

(ক) ন্যাপথালিন (খ) মিথানল (গ) বরফ (ঘ) ইথার

উত্তর : ১. গ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫.খ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. খ, ১১.গ।

এমকে