আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনের মাধ্যমে ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

বৃহস্পতিবার ছিল নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে ২ জন ও নির্বাহী সদস্য পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশন জানিয়েছে, ৪ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে প্রার্থীতা সম্পর্কে লিখিতভাবে আপত্তি পেশ করা যাবে। ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। যারা একাধিক পদে মনোনয়ন দিয়েছেন তাদের এই সময়ের মাঝে একটি পদ রেখে বাকিটি বা বাকিগুলো প্রত্যাহার করতে হবে। ১০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকায় ভোটার রয়েছেন ৫৪ জন। যাদের সরাসরি ভোটে কার্যনির্বাহী কমিটির ৯ জন সদস্য নির্বাচিত হবেন।  

ভোট গ্রহণ করা হবে ২৩ সেপ্টেম্বর এবং নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

এএ