ইনস্টাগ্রামে আরও একটি নতুন ফিচার আসছে। এতে ব্যবহারকারীরা অন্যের দেওয়া পোস্ট পুনরায় নিজের ওয়ালে পোস্ট করতে পারবেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, খুব দ্রুতই ব্যবহারকারীরা এই সুবিধা পেতে যাচ্ছেন।

মেটার এক মুখপাত্র টেকক্রাঞ্চকে জানিয়েছে, আমরা ইনস্টাগ্রাম ফিডের যেকোনো পোস্টকে রিপোস্ট করার কথা ভাবছি। ঠিক যেমন ভাবে আপনারা স্টোরি শেয়ার করেন। 

যেসব পোস্ট আমাদের নানা ভাবে প্রভাবিত করে সেই সব পোস্ট রিপোস্ট করা যাবে। এতে পোস্টের মূল নির্মাতাকে তার কাজের জন্য কৃতিত্ব দেওয়ারও ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানিয়েছেন, ‘আমরা খুব শিগগিরই অল্প সংখ্যক ব্যবহারকারীদের পরীক্ষামূলক ভাবে ফিচারটি ব্যবহারের সুযোগ দেব।

এদিকে নতুন ফিচারটি নিয়ে প্রথম আলোচনা করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট ম্যাট নাভারারকে। তিনি সম্প্রতি একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। যাতে রিপোস্ট ট্যাবের ব্যবহার দেখা গেছে। 

ওই স্ক্রিনশট অনুযায়ী, পোস্ট, রিল এবং ট্যাগ করা ফটো ট্যাবের পাশাপাশি ব্যবহারকারীদের প্রোফাইলে রিপোস্ট ট্যাবটিও যুক্ত থাকবে।