ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে অনেকবার ব্যান হয়েছিল পর্নহাব। এবার এই অ্যাডাল্ট ওয়েবসাইটের চ্যানেলকে ব্যান করলো ইউটিউব।

একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ পর্নহাবের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে গুগলের ভিডিও স্ট্রিমিং সাইটটি। নিয়মিত ইউটিউবের কমিউনিটি গাইডলাইন না মেনে ভিডিও আপলোড করছিল পর্নহাব।

কয়েক মাস আগেই মার্ক জুকারবার্গের ফেসবুক থেকে একই কারণে ব্যান হয়েছিল পর্নহাব। এবার ইউটিউবের থেকেও সরানো হলো এই এডাল্ট চ্যানেল। 

ইউটিউব জানিয়েছে, ‘বিস্তারিত রিভিউ করার পর আমরা পর্নহাবের অফিসিয়াল চ্যানেল নিষিদ্ধ করছি। কারণ এটি আমাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে। একবার নয় বারবার একই ঘটনা ঘটেছে।’

ইউটিউবে পর্নহাবের যে চ্যানেল ছিল তার সাবস্ক্রাইব সংখ্যা ছিল ৯ লক্ষাধিক। ১৮ বছর বা তার উর্ধ্বের ইউজাররাই একমাত্র এই চ্যানেল দেখতে পেতেন।

এদিকে পর্নহাব দাবি করেছে, ‘বিভেদ তৈরি করছে ইউটিউব। পর্নহাবের চ্যানেল মুছে দেওয়ায় তা ফের স্পষ্ট।’