নতুন বছর শুরুর আগেই গুগল কর্মীদের জন্য দুঃসংবাদ। ২০২৩ সালে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছে গুগল।

এরই মধ্যে কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে নিজেদের অবস্থা তুলে ধরেছেন একাধিক গুগল কর্মী। খরচ কমানোর যে পদ্ধতিতে ছাঁটাই করার পরিকল্পনা করা হয়েছে তা নিয়েও অভিযোগ জানিয়েছেন কর্মীরা।

জানা গেছে, কর্মীদের ছাঁটাই করতে বিশেষ একটি পদ্ধতি চালু করেছে গুগল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারছেন না এমন কর্মীদের খুঁজে বের করবে গুগল রিভিউস অ্যান্ড ডেভেলপমেন্ট পদ্ধতি। যার মাধ্যমে কর্মীদের চিহ্নিত করে ছাঁটাই প্রক্রিয়া শুরু করা হবে।

গুগল কর্মীদের দাবি, নতুন পদ্ধতির মাধ্যমে ব্যবস্থাপকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রত্যেক ব্যবস্থাপককে জানিয়ে দেওয়া হচ্ছে যে, তার বিভাগ থেকে কতজন কর্মী ছাঁটাই করতে হবে। 

এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই অনেক কর্মী চাকরি হারাবেন বলে মনে করছেন গুগল কর্মীরা।

পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, নতুন বছরে খরচ কমাতে কাজ করছে গুগল। সে জন্য চলতি বছরেই একাধিক অফিস বন্ধ করে দিয়েছে। বাজেটেও কাটছাঁট করা হয়েছে। চলতি বছরেও একাধিকবার কর্মীদের হুঁশিয়ারি দিয়েছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। 

তার মতে, যত কর্মী রয়েছেন এই প্রতিষ্ঠানে, সেই অনুযায়ী কাজ হচ্ছে না। কর্মীদের মান বাড়ানোর জন্য কাজ করতে হবে বলেও দাবি করেছিলেন তিনি।