পেট্রল-অকটেনের দাম বেড়েই চলছে। বিকল্প জ্বালানির যানবাহনের জনপ্রিয়তাও কমছে। ই-বাইক এখন আলোচনায় বিশ্বজুড়ে। কম খরচে দীর্ঘপথ পাড়ি দেওয়ার অন্যতম বাহন ই-বাইক।

ভারতের গোয়ার স্টার্টআপ প্রতিষ্ঠান কবীরা মোবিলিটি নিয়ে এসেছে নতুন ই-বাইক। যা একবার চার্জ দিলেই চলবে ১৫০ কিলোমিটার।

কেএম ৩০০০ ও কেএম ৪০০০ মডেলের বাইক দুটি ৪ দিনে ৫ হাজার বুকিং হয়েছে।

কেএম ৪০০০ মডেলের বাইকটি সাধারণ ও স্পোর্টস রাইডিংয়ে চলে। স্পোর্টস মোডে একবার চার্জে ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার। ৩.৩ সেকেন্ডে এই বাইক ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছতে সক্ষম। 

এতে দু'ধরনের চার্জের ব্যবস্থা রয়েছে। ই-মোডে বাইক ফুল চার্জ হতে সময় লাগবে ৬ ঘণ্টা ৩০ মিনিট। আর বুস্ট মোডে ৫০ মিনিটে চার্জ হবে ব্যাটারির ৮০ শতাংশ। একবার ফুল চার্জে ১৫০ কিলোমিটার চলবে।

দুটি বাইকে ব্যবহৃত হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। ভারতের বাজারে কেএম ৩০০০ এর দাম ১,২৬,৯৯০ টাকা এবং কেএম ৪০০০ দাম ১,৩৬,৯৯০ টাকা।

এএ