সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টার হাইথাম ওহেলির সঙ্গে বৈঠক করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার সৌদি আরবের রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি ও নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজের জয়ের তত্ত্বাবধানে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরব মুসলিম অধ্যুষিত দেশ। দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য একই রকম। এ কারণে আমাদের বিশ্বাসের প্রকাশ অভিন্ন। সাইবার নিরাপত্তা নিশ্চিতে দুই দেশ এক সঙ্গে কাজ করতে পারে।

এ সময় সৌদি আইসিটি ভাইস মিনিস্টার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ওএফএ/এসকেডি