চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘আর্নি বট’ জনসমক্ষে এনেছে চীনা তথ্য প্রযুক্তি সংস্থা বাইদু।

বৃহস্পতিবার কোম্পানিটির প্রধান নির্বাহী রবিন লি একটি লাইভস্ট্রিম প্রেস কনফারেন্সের মাধ্যমে এ চ্যাটবটটি উন্মুক্ত করেন। বেইজিংয়ে অনুষ্ঠিত এই প্রেস কনফারেন্সে আর্নি বটের তৈরি করা একটি পোস্টার ও ভিডিও দেখানো হয়।

চ্যাটবটটির প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবিন লি বলেন, আর্নি বট বাইদুর ‘কয়েক দশকের পরিশ্রমের ফলাফল’।

তিনি বলেন, আর্নি বট-এ প্রশ্ন ইনপুট দেওয়া হলে প্রশ্নটি ভুল না সঠিক তা চ্যাটবটটি নির্ণয় করতে পারে। একইসাথে প্ল্যাটফর্মটি নির্দিষ্ট কয়েকটি ধাপে সঠিক প্রশ্নের যথাযথ উত্তর খুঁজে পেতে ব্যবহারকারীকে সাহায্য করে।

অনুষ্ঠানে চ্যাটবটটির গাণিতিক যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার উদাহরণ দেওয়া হয়।

বাইদুর পক্ষ থেকে জানানো হয়েছে, আর্নি বট ইংরেজির চেয়ে চীনে প্রচলিত ভাষায় বেশি পারদর্শী। যদিও প্রেস কনফারেন্সে চ্যাটজিপিটির মতো সরাসরি আর্নি বটের সক্ষমতা প্রদর্শন করেনি বাইদু। বরং একটির পর একটি স্লাইড দেখিয়ে করে এর সক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

তবে, চ্যাটজিপিটির নতুন ভার্সন জিপিটি-৪ এ ছবি থেকে টেক্সট তৈরির মতো নতুন যেসব ফিচার যুক্ত করা হয়েছে সেগুলো নতুন এই চ্যাটবটটিতে নেই।

প্রসঙ্গত, মাইক্রোসফটের পৃষ্ঠপোষকতায় ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-৪ নামের নতুন ভার্সন উন্মুক্ত করার একদিনের মধ্যেই বাইদু নিজেদের চ্যাটবটটি উন্মুক্ত করল। সূত্র- আজকাল

এমজে