মোটর সাইকেলে খাবার হোম ডেলিভারির কারণে বাড়ছে পরিবেশ দূষণ। এই দূষণ প্রতিরোধে এবারে খাবার ডেলিভারির জন্য ইলেকট্রিক টু-হুইলার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে জোমাটো। 

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে এই পরিবেশবান্ধব যানবাহনগুলো ভারতের দিল্লীর রাস্তায় নামানো হবে। ব্যাটারি সোয়াপিং পরিষেবা পেলে পরিবেশে দূষণের মাত্রা না বাড়িয়ে সহজ ও কম খরচে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিতে পারবে জোমাটো।

এই উদ্যোগের কারণে পরিবেশে কার্বনের নির্গমন প্রতি মাসে প্রায় ৫,০০০ মেট্রিক টন কমিয়ে আনা সম্ভব বলে দাবি করেছে সান মোবিলিটি। 

এ প্রসঙ্গে জোমাটোর সিওও (ফুড ডেলিভারি) মোহিত সারদানা বলেন, “সান মোবিলিটির সাথে একসঙ্গে কাজ করার ফলে ব্যাটারি সোয়াপিং পরিষেবা, পরিবেশবান্ধব উপায়ে ক্রেতাদের খাবার ডেলিভারিতে সাহায্য করবে।”

সম্প্রতি অনলাইন এই ফুড ডেলিভারি প্রতিষ্ঠানটি প্রায় ৩ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। পারফরম্যান্সের উপর ভিত্তি করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছিল।

গত সেপ্টেম্বরের ত্রৈমাসিকে প্রতিষ্ঠানটি তাদের ক্ষতির পরিমাণ ২৫০ কোটিতে কমিয়ে আনে। যা কিনা তার আগের বছরের ওই একই কোয়ার্টারে ছিল ৪৩৪.৯ কোটি টাকা।