উপহারের লোভে ৩৭ লাখ টাকা হারালেন এই তরুণী
নতুন প্রযুক্তির সঙ্গে বাড়ছে নতুন প্রতারণার কৌশল। তেমনই প্রতারণার শিকার হয়েছেন এক তরুণী।
সম্প্রতি ব্রিটেনের এক ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটে এক তরুণের সঙ্গে আলাপ হয় তার। তরুণীকে নিজের কথার জাদুতে জড়িয়ে ফেলতে সফল হন ওই যুবক। শিগগিরই বিয়ে করতেও রাজি হন তিনি।
বিজ্ঞাপন
এরপরই ওই তরুণ জানান, তিনি একটি উপহার পাঠাতে চান। কুরিয়ারে সেই উপহার পৌঁছে যাবে। এরপর দিল্লি থেকে একটি ফোন আসে তরুণীর কাছে। বলা হয়, বিমানবন্দরে উপহারটি পৌঁছে গেছে। কিন্তু কাস্টমস চার্জের জন্য তা আটকে রয়েছে। ৩৮ হাজার টাকা দিয়ে তা নিয়ে যেতে হবে।
বিশ্বাস করে নিজের অ্যাকাউন্ট থেকে ওই টাকা পাঠিয়ে দেন তরুণী। এরপর দিল্লি বিমানবন্দর থেকে অজ্ঞাত একটি ফোন পান তিনি। তাকে বলা হয়, উপহারের মূল্য ৩ কোটি টাকা। তাই এটি পেতে আরও বেশি অর্থ খরচ করতে হবে। এভাবেই ৩৭.৮৮ লাখ টাকা হারান তিনি।
বিজ্ঞাপন
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এভাবে অনলাইনে হঠাৎ সাক্ষাতে কোনও খোঁজখবর না নিয়ে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। বিশেষ করে যদি তিনি লেনদেন সংক্রান্ত কোনও দাবি করেন, তাহলে একাধিকবার তা খতিয়ে দেখা উচিত।
ইন্টারনেট থেকে