দেড় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা (আইএসপি) সরবরাহের লাইসেন্স প্রাপ্তির আবেদন কার্যক্রম। 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লাইসেন্সিং শাখার পরিচালক সাজেদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া লাইসেন্স প্রদান এবং ব্যবস্থাপনা সিস্টেমের (এলআইএমএস) মাধ্যমে নতুন আইএসপি লাইসেন্সের আবেদন গ্রহণ পুনরায় চালু সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও বিটিআরসি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, জনস্বার্থে কমিশন থেকে নতুন আইএসপি লাইসেন্স প্রত্যাশী সকল প্রতিষ্ঠানের আবেদন গ্রহণ পুনরায় চালু করা হলো। আবার আদেশ না দেওয়া পর্যন্ত এলআইএমএসের মাধ্যমে নতুন আইএসপি লাইসেন্স প্রত্যাশী সকল প্রতিষ্ঠান কমিশনের কাছে আবেদন করতে পারবে। 

এর আগে গত মার্চ মাসের ১ তারিখ থেকে অনিবার্য কারণ দেখিয়ে কমিশনের লাইসেন্সিং শাখা থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্সের আবেদন বন্ধ ঘোষণা করা হয়েছিল।

আরএইচটি/এনএফ