বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোন আমাদের কাছে একটি প্রিয় জিনিস হয়ে গেছে। মুঠোফোন ছাড়া যেন এক মুহূর্তও আমাদের মন মানতে চায় না। স্মার্টফোনের মাধ্যমে কেবল কথা বলাই নয়, বহু ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রাখা সম্ভব। কিন্তু হঠাৎ করে কোনো কারণে অ্যান্ড্রয়েড ফোনটি হারিয়ে ফেললে বা চুরি হয়ে গেলে চিন্তার শেষ থাকে না। ফলে ফোন হারিয়ে গেলেও গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য মুছে ফেলার উপায় নিয়েই আজকের আয়োজন- 

লগ-ইন করুন গুগল অ্যাকাউন্ট

হারানো স্মার্টফোনে যে গুগল অ্যাকাউন্টটি লগ-ইন ছিল সেটি অন্য কোনো স্মার্টফোনে লগ-ইন করুন।

সার্চ করুন ‘ফাইন্ড-মাই-ডিভাইস’

গুগল অ্যাকাউন্ট লগ-ইন করার পর ‘ফাইন্ড-মাই-ডিভাইস’ সার্চ করুন। 

নোটিফিকেশন দেখুন

‘ফাইন্ড-মাই-ডিভাইস’ সার্চ করার পর ফোনে একটি নোটিফিকেশন আসবে। সেটি না এলে ফোনের ছবির ডান পাশের রিফ্রেশ বাটনে ক্লিক করুন। 

আবার নোটিফিকেশন দেখুন

রিফ্রেশ বাটনে ক্লিক করলেই হারিয়ে যাওয়া ফোনে আবার একটি নোটিফিকেশন পাঠানো হবে। আর তখনই আপনি ম্যাপে এর সম্ভাব্য অবস্থান দেখতে পাবেন। 

স্ক্রিনের বাম দিকে দেখুন

লোকেশন দেখতে পেলে স্ক্রিনের বাম দিকে প্লে-সাউন্ড, সিকিওর ডিভাইস ও ইরেজ ডিভাইস- এ তিন অপশনও দেখতে পাবেন। আপনি প্লে-সাউন্ড নির্বাচন করলে সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে ফোন থাকলেও ফোনটি ফুল ভলিউমে বাজতে থাকবে। সিকিওর ডিভাইস বেছে নিলে পিন, পাসওয়ার্ড বা স্ক্রিন লক দিয়ে দূর থেকেই ফোনটি লক করে রাখতে পারেন। ইরেজ ডিভাইসে ক্লিক করলে ফোনের নেটিভ স্টোরেজের সব তথ্য একসঙ্গে মুছে যাবে এবং একই সঙ্গে ডিভাইসে ‘ফাইন্ড-মাই-ডিভাইস’ অপশন বন্ধ হয়ে যাবে।

এইচএকে/আরআর/এএ