সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে ১৩ বছরের কমবয়সীদের জন্য ইন্সটাগ্রাম আপডেট না করার অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের ৪৪টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। সোমবার (১০ মে) এক চিঠিতে তারা এ অনুরোধ করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত গোপনীয়তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে ১৩ বছরের কমবয়সীদের ইন্সটাগ্রামের নতুন আপডেট বাতিল করার আহ্বান করা হয়। এর আগে দেশটির শিশু সুরক্ষা বিষয়ক একটি সংগঠন এবং কংগ্রেসও একইভাবে ইন্সটাগ্রামের নতুন আপডেট বাতিল করার অনুরোধ করেছে। 

অ্যাটর্নি জেনারেলদের স্বাক্ষরকৃত চিঠিতে উল্লেখ করা হয়, ‘সোশ্যাল মিডিয়ার ব্যবহার শিশুদের স্বাস্থ্য ও কল্যাণের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট বিষয়ক প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত নয়। তাছাড়া ফেসবুক শিশুদের সুরক্ষা দিতে বার বার ব্যর্থ হয়েছে। সে কারণে অ্যাটর্নি জেনারেলরা শিশুদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে আগ্রহী হয়েছেন এবং ফেসবুকের নীতিমালা অনুযায়ী ১৩ বছরের কমবয়সী শিশুরা প্ল্যাটফর্মটিতে কনটেন্ট শেয়ার করার সুযোগ পায়। যা আমাদের ভাবনার সঙ্গে সাংঘর্ষিক।’ 

ইন্সটাগ্রামের নতুন আপডেটের বিষয়ে ফেসবুক দাবি করেছে, আপডেটটির মাধ্যমে অভিভাবকরা সন্তানের অনলাইনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারবেন। ফেসবুকের একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘অভিভাবকরা জানেন তাদের সন্তানের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে। সে কারণে ইনস্টাগ্রামের নতুন আপডেটের মাধ্যমে তারা সন্তানদের পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন।’ 

মুখপাত্র আরও বলেন, ‘শিশু সুরক্ষা, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত গোপনীয়তা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই আমরা ইন্সটাগ্রামের নতুন আপডেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে দেশের অ্যাটর্নি জেনারেলসহ তথ্যপ্রযুক্তি বিষয়ক নিয়ন্ত্রকদের সঙ্গেও কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা। উপরন্তু আমরা ১৩ বছরের কমবয়সীদের জন্য তৈরি করা আপডেটে কোনো ধরনের বিজ্ঞাপন না দেখানোর প্রতিশ্রুতি দিচ্ছি।’ 

চলতি বছরের মার্চে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম বাজফিডের প্রতিবেদনে জানানো হয়, ইন্সটাগ্রামে ১৩ বছরের কমবয়সীদের জন্য নতুন আপডেট চালু করা হবে। পরবর্তীতে মার্চেই কংগ্রেসে শুনানির সময় নতুন আপডেটের ব্যাপারে মার্ক জুকারবার্গকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা বলেছিলেন, ইন্সটাগ্রামের নতুন আপডেট আনার সিদ্ধান্তটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ‘১৩ বছরের কমবয়সীরা স্বাভাবিকভাবেই ইনস্টাগ্রাম ব্যবহার করতে চাইবে।’ 

প্রশ্ন ওঠে, শিশুরা চাইলেই কি তাদের জন্য ইন্সটাগ্রাম আপডেট করা যৌক্তিক? 

চিঠিতে অ্যাটর্নি জেনারেলরা বলেন, ১৩ বছরের কমবয়সীদের অনলাইনে পোস্ট করা বিষয়বস্তুর স্থায়িত্ব এর শেয়ার করা কনটেন্টের অ্যাক্সেস সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকে না। ফলে অনলাইনে যেসব বিষয়ের মুখোমুখি হতে হয় সেগুলোর জটিলতা বুঝতে সক্ষম নয় তারা।

সিএনএন/এইচএকে/এএ