বিচ্ছেদের পর উপহার রাখবেন? সমাধান দিচ্ছে টিন্ডার
জীবনে একবার না একবার প্রেমে পড়েননি, এমন মানুষ পাওয়া কঠিন। তবে সব প্রেমেই তো আর সুখের পরিণতি হয় না। বিচ্ছেদের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে ব্লক করেন, ফোন নম্বর মুছে ফেলেন, এমনকি প্রিয় গানের প্লে-লিস্টও বদলে ফেলেন। তবু একটা জিনিস রয়ে যায়—প্রেমিক বা প্রেমিকার দেওয়া উপহার, যা ঘরের কোণে থেকেও মনে করিয়ে দেয় পুরনো সম্পর্কের স্মৃতি।
ঠিক এই সমস্যারই অভিনব সমাধান নিয়ে এসেছে জনপ্রিয় অ্যাপ টিন্ডার।
বিজ্ঞাপন
অ্যাপটি তাদের নতুন উদ্যোগে এক বিশেষ ধরনের ট্রাক এনেছে যার একপাশে লেখা আছে, ‘Ex-press Disposal Truck’। আর অন্যদিকে লেখা, ‘Caution: Emotional Baggage Inside!’
এই ট্রাক আপনি ফেলতে পারেন প্রাক্তনের দেওয়া উপহার— চিরুনি, চিঠি, টেডি বিয়ার, পোশাক বা অন্য কিছু। যা এখন কেবল একগুচ্ছ কষ্টের স্মৃতি।
বিজ্ঞাপন
এই ট্রাক ঘুরছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ বড় বড় শহরে। শহরের বাসিন্দারা এতে আগ্রহ নিয়ে অংশ নিচ্ছেন। বহুজন ইতিমধ্যেই প্রাক্তনের স্মৃতিতে ভরা উপহার তুলে দিয়েছেন এই ট্রাকে।
টিন্ডারের এই উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ লিখেছেন, ‘এই ট্রাক যেন আমার শহরেও আসে।’
কেউ আবার মজা করে বলেছেন, ‘আমার প্রাক্তন তো কিছুই দেয়নি, ফেলার মতো কিছুই নেই!’
তবে প্রশ্ন উঠেছে, উপহার ফেলে দিলেই কি সম্পর্ক থেকে মুক্তি মেলে? কেউ কেউ বলছেন, মানসিক ভার লাঘব হয়, আবার কেউ বলছেন, অনুভূতির জায়গা থেকে স্মৃতির টান সহজে কাটে না।
মনোবিদদের মতে, বিচ্ছেদের পর স্মৃতিবাহী বস্তু থেকে দূরে থাকা অনেক সময় মানসিকভাবে সাহায্য করে। টিন্ডারের এই উদ্যোগ অনেকের মধ্যেই 'ইমোশনাল ক্লোজার' এনে দিতে পারে। এটা ঠিক যে, স্মৃতি একদিনে মুছে যায় না, কিন্তু নিজের জন্য এমন এক ‘ফিজিক্যাল ক্লিন-আপ’ মানসিক স্বস্তির একটা দরজা খুলে দিতে পারে।