অনুমতি ছাড়া গুগল ভয়েস রেকর্ড করছে কি না- এ নিয়ে অনেকেই উদ্বিগ্ন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ব্যবহারকারী কোথায় কী বলছেন, কার সঙ্গে চলাফেরা করছেন- সবকিছু গুগল জেনে নেয় ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে। তবে প্ল্যাটফর্মটি আদৌ আপনার কার্যক্রমকে রেকর্ড করেছে কি না সেসব জানার বেশ কিছু উপায় রয়েছে। সম্প্রতি এ উপায় বাতলে দিয়েছেন আইটি বিশেষজ্ঞরা-

গুগল অ্যাপ ওপেন করুন এবং অ্যাকাউন্ট লগ-ইন করুন। এরপরে উপরে ডান দিকে আপনার প্রোফাইল অংশে ট্যাপ করুন এবং ‌‘ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট’ ক্লিক করুন।

এবার গুগল অ্যাকাউন্ট পেজের নিচের দিকে ‘ডেটা অ্যান্ড পারসোনালাইজেশন’ ট্যাপ করুন।

‘ডেটা অ্যান্ড পারসোনালাইজেশন’ ট্যাপ করার পরে এবার আপনি ‘অ্যাকটিভিটি কনট্রোল’ পাবেন। সেখানে আপনি ওয়েব ও অ্যাপ অ্যাকটিভিটি, লোকেশন, হিস্টোরি, ইউটিউব হিস্টোরিসহ আরও অনেক তথ্য দেখতে পাবেন। এই পেজেই একটি অপশন রয়েছে যার নাম ‘গুগল মাই অ্যাকটিভিটি’।

এবার ‘ম্যানেজ ইওর অ্যাকটিভিটি কনট্রোলস’ অপশনে যান।

তারপর নিচে স্ক্রল করতে থাকুন এবং ‘ম্যানেজ অ্যাকটিভিটি’ অপশনটি ক্লিক করুন।

এবার ‘ফিল্টার টু ডেট’ অপশনে যান।

এবার আপনার ভয়েস রেকর্ডিং সিলেক্ট করুন ও তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এখন আপনি আপনার ভয়েস রেকর্ডিংগুলো দেখতে পাবেন।

এইচএকে/আরআর/এএ