ইংরেজি শিক্ষায় গবেষণা সহযোগিতায় ডেটাস্কেপ ও টিএএস-এলএলসির এমওইউ স্বাক্ষর
দেশের শীর্ষস্থানীয় সামাজিক ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ডেটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড এবং টিচার্স অ্যাসোসিয়েশন ফর স্টাডিজ ইন ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড কালচার (টিএএস-এলএলসি) শিশুদের ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সম্প্রতি রাজধানীর মিরপুরে ডেটাস্কেপের নিজস্ব কার্যালয়ে এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে টিএএস-এলএলসির পক্ষে স্বাক্ষর করেন সভাপতি ড. সাইফুল ইসলাম, আর ডেটাস্কেপের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএএস-এলএলসির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. রায়হান মো. শরীফ, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, পরিচালক (গবেষণা কার্যক্রম ও ব্যবস্থাপনা) মাহমুদুন নবী এবং ডেটাস্কেপের পরিচালক (অর্থ ও কর্পোরেট সেবা) মাহেদি হাসান।
এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন এবং উদ্ভাবনী শিক্ষণ কৌশল বিকাশে কাজ করবে, যা বাংলাদেশের ইংরেজি ভাষা শিক্ষাকে আরও আধুনিক ও ফলপ্রসূ করে তুলবে।
বিজ্ঞাপন
বক্তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে ডেটাস্কেপ ও টিএএস-এলএলসি একসঙ্গে দেশের শিক্ষা খাতে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
ডেটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন, জননীতি ও বাজার গবেষণায় বহুমাত্রিক প্রকল্প বাস্তবায়ন করছে। অপরদিকে, টিএএস-এলএলসি হলো ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শিক্ষক ও গবেষকদের একটি পেশাজীবী সংগঠন, যারা শিক্ষা উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, এই সহযোগিতার মাধ্যমে দেশের ইংরেজি ভাষা শিক্ষার গুণগত মান ও গবেষণার পরিধি আরও বিস্তৃত হবে। এটি বাংলাদেশের শিক্ষা খাতে গবেষণা ও উন্নয়নকে জোরদার করার পাশাপাশি শিশুদের জন্য উদ্ভাবনী ইংরেজি শিক্ষার উদ্যোগ এগিয়ে নিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এসএম