আগামী নভেম্বর মাস থেকে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ নিয়ম চালু হলে ৪৩টি ফোনে বন্ধ হয়ে যাবে এ মেসেজিং অ্যাপটি। এই তালিকায় রয়েছে পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনগুলো।

একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এসব ফোন প্রস্ততকারক সংস্থার পক্ষ থেকেও পাওয়া গেছে নিশ্চয়তা। ফলে আগামী দুই মাসের নতুন ফোন কিনতে হতে পারে অনেক ব্যবহারকারীকে।

যেসব ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ

*স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২

*এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু

*সনি এক্সপিরিয়া

*হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু

*অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস

গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা চলছে। এর ফলে ব্যবহারকারীর সংখ্যাও কমেছে দ্রুত। যদিও হোয়্যাটসঅ্যাপ কর্তৃপক্ষ সবসময়েই দাবি করেছে, অ্যাপে নিরাপত্তার কোনো অভাব নেই।

এসকেডি