সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’ এখন আলোচনার শীর্ষে। অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় জায়গা করে নিয়েছে অ্যাপটি।

প্রথম দিনেই প্রযুক্তিগত ত্রুটির কারণে নিবন্ধনে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। অতিরিক্ত চাহিদার কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রুথ সোশ্যালের ইন্টারফেস অনেকটা টুইটারের মত বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের করা প্রথম পোস্টের স্ক্রিনশট তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সম্প্রতি টুইটারে শেয়ারও করেছেন। পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘প্রস্তুন হন! আপনাদের প্রিয় প্রেসিডেন্ট আবারও আপনাদের মাঝে আসবেন।’

বিদ্বেষমূলক মন্তব্য এবং হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করে। সে সময়ই ট্রাম্প সিদ্ধান্ত নেন নিজেই সোশ্যাল মিডিয়া এনে ফেসবুক, টুইটারের প্রতিদ্বন্দ্বী হবেন।

‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানও খোলেন। গত বছরের অক্টোবরে ঘোষণা করেন, শিগগিরই আসছে তার নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এরপর গতকাল সোমবার আত্মপ্রকাশ করে ‘ট্রুথ সোশ্যাল’।

এএ