বাংলাদেশের পর্যটন বিষয়ে মানসম্মত প্রতিবেদন তৈরি এবং পর্যটনের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এবং পোর্টালটির জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

২০২১ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মিডিয়া ফেলোশিপের অধীনে দেশের পর্যটন খাতের প্রসার নিয়ে ঢাকা পোস্টে ‘সারা রাত জেগে থাকে ঢাকার যে সড়কটি’, ‘বিদেশি পর্যটকের খরা কাটাতে নতুনভাবে প্রস্তুত হচ্ছে কক্সবাজার’, ‘জনপ্রিয় হচ্ছে ক্রুজ, খাল-নদীগুলো হতে পারে একেকটি গুপ্তধন’ শিরোনামে ৩টি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন ৩টি তৈরি করেছিলেন আদনান রহমান।

দেশের অন্যতম শীর্ষ অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। প্রথম বছরেই (২০২১ সাল) ঢাকা পোস্টের কর্মীরা মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সেরা অনুসন্ধানী প্রতিবেদন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার পায়। বিশ্বস্বীকৃতি পাওয়া অ্যালেক্সা র‍্যাংকিংয়ে দেশে ঢাকা পোস্টের অবস্থান ছয় নম্বরে।

ট্যুরিজম বোর্ডের সম্মাননা পাওয়া আদনান রহমান ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। এখানে তিনি ঢাকা শহরের দুর্ঘটনা, অপরাধ, দুর্নীতি, অনুসন্ধান, এভিয়েশন ও পর্যটন খাত নিয়ে কাজ করেন।

শিশুদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিবেদন করায় আদনান রহমান মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ এ বিশেষ ক্যাটাগরিতে পুরষ্কার লাভ করেন। এছাড়া একই বছর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ((ক্র্যাব) বর্ষসেরা রিপোর্টারের স্বীকৃতি পান তিনি।

আদনান রহমান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য।

এআর/এসএম/জেএস