ইট পাথরের ঢাকায় প্রাণ ভরে নিশ্বাস নিতে আমরা কত জায়গায়ই না ছুটে বেড়াই। অথচ, আমাদের হাতের নাগালেই রয়েছে গ্রামীণ পরিবেশের রেস্টুরেন্ট ‌‌‘ঠিকানা’। একপাশে সুদৃশ্য বড় লেক, অন্যপাশে প্রাকৃতিক পরিবেশের আবহ। মাঝখানে সাদা, লাল, গোলাপি, বেগুনিসহ বাহারি ফুলের মিশেল- এ যেন এক নৈসর্গিক স্বর্গরাজ্য। রেস্টুরেন্টটির পুরোনাম ‘ঠিকানা ডে আউটার্স’ হলেও সবাই একে ‘ঠিকানা’ বলেই চেনে।

ছবি তোলার জন্য এ রেস্টুরেন্টে বাহারি রঙের ফুল দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের স্পট। যা সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পুরো ঠিকানা জুড়ে রয়েছে কয়েক’শ ফুলের গাছ। দেখেই মনে হবে, কোনো ফুলের রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। চাইলে পছন্দমতো ফুল গাছের চারাও কিনতে পারবেন এখান থেকে।

অল্প সময়ের মধ্যেই রেস্টুরেন্টটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। ফলে সাপ্তাহিক ছুটি ছাড়াও কর্ম দিবসের দিনগুলোতেও এখানে সাধারণ মানুষের ভিড় লেগে থাকে।

প্রবেশ মূল্য

ঠিকানা রেস্টুরেন্টে জনপ্রতি প্রবেশ মূল্য ২০০ টাকা। কমপক্ষে একদিন দিন আগে বুকিং করতে হবে। 

ঠিকানার ঠিকানা

ঠিকানা ডে আউটার্স রাজধানী ঢাকার বাড্ডার মাদানি এভিনিউ এলাকার ১০০ ফিটে অবস্থিত। 

খাবারের দরদাম

ঠিকানা ডে আউটার্স এর খাবারের মান অনেক উন্নত। এখানে সকল দেশীয় খাবারের পাশাপাশি বিদেশী খাবারও পাওয়া যায়। এই রেস্টুরেন্টে খাবারের একাধিক প্যাকেজ রয়েছে। খাবার প্যাকেজের মূল্য তালিকা -

১। বোরহানি  ৪০ টাকা।

২। ড্রিঙ্কস ১২৫ - ৩০০ টাকা।

৩। কফি  ২০০ - ২৬০ টাকা।

৪। বার্গার এবং ফাস্ট ফুড ৩০০ - ৫৯০ টাকা।

৫। ফিঙ্গার ফুড ৩২০-৭০০ টাকা।

৬। চাইনিজ ফুড ৪৩০ - ৫৬০ টাকা।

৭। কাবাব ৫৮০ - ১৭২০ টাকা।

৮। সেট মেনু ৬৫০ - ১১৩০ টাকা।

৯। ঠিকানা স্পেশাল ৮৬০ - ৫৫০০ টাকা।

এছাড়াও বাংলা, ইন্ডিয়ান, ইতালিয়ান এবং মেক্সিকোন ফুড রয়েছে।

থাকার ব্যবস্থা

ঠিকানা ডে আউটার্স' এ থাকার জন্য রয়েছে গেস্ট হাউজ। কিন্তু দুঃখের বিষয় হলও এখানে রাত্রি যাপন করা যায় না। তবে আপনি চাইলে সারাদিন থাকতে পারবেন। এই গেস্ট হাউজে সারাদিন থাকার জন্য আপনাকে গুনতে হবে ৪০০০ টাকা। আর হ্যাঁ, গেস্ট হাউজে থাকার জন্য সময়কাল সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। 

উল্লেখ্য, ঠিকানা ডে আউটার্স' এ প্রবেশ বুকিং নিশ্চিত করার জন্য ফোন করুন: +৮৮ ০১৭২৬-৬৬৬৬৬৩ অথবা এস এম এস করুন।