রোবট কি আপনার সহকর্মী, না কি প্রতিদ্বন্দ্বী?
কারখানায় কাজ করতে হলে এতকাল শুধু হাতের কাজ জানলে চলতো৷ কম্পিউটার ও রোবট-কেন্দ্রীক স্বয়ংক্রিয় প্রক্রিয়া সামলাতে শ্রমিককেও হতে হচ্ছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ৷ প্রশিক্ষণের সময় এই জ্ঞান আয়ত্ত করতে না পারলে কাজ করা মুশকিল হবে৷
বিজ্ঞাপন