যুদ্ধবিরতির মাধ্যমে বন্দি বিনিময়কে আগ্রাহ্য করে গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু করায় প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করছেন ইসরাইয়েলি নাগরিকরা। গত মঙ্গলবার থেকে হাজার হাজার ইসরায়েলি নাগরিক সড়কে নেমে এসে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল ও অবশিষ্ট জিম্মিদের গাজা থেকে উদ্ধারের আহ্বান জানাচ্ছেন।