জম্মু-কাশ্মির বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় সাড়ে ১২ কোটি মানুষের প্রাণহানি ঘটবে বলে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র-ভিত্তিক এক গবেষণায় ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। এর ফলে জলবায়ুর ওপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ। এ রকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে গবেষণায় বলা হয়, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটি দেশের মাঝে যুদ্ধ লেগে যেতে পারে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়। ২০১৯ সালের অক্টোবরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বাংলা সংস্করণে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। প্রতিবেদনটি তৈরি করেছিলেন মিজানুর রহমান খান।