ইউটিউব চ্যানেল ‘নাগরিক টিভি’কে সাক্ষাৎকার দিয়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চ্যানেলটির এডিটর ইন চিফ নাজমুস সাকিবের কাছে টেলিফোনে এ সাক্ষাৎকার দেন দলটির এই প্রভাবশালী নেতা। সাক্ষাৎকারে গণঅভ্যুত্থান ঘিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। তবে এক পর্যায়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বেশ রাগান্বিত হয়ে যান কাদের।