রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৭ বছরেও হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে। তারই ধারাবাহিকতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছে।