২০২৪ সালের ১৯ জুলাই। ঢাকার আকাশে তখন হেলিকপ্টারের গর্জন, মাটিতে ছাত্র-জনতার গগনবিদারী স্লোগান আর আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ারশেল ও গুলির শব্দ। সেদিন রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নোয়াখালীর তরুণী নাছিমা আক্তার (২৪)। আর বুক ছিদ্র হয়ে গুরুতর আহত হন তার ভাতিজা, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী আইমান উদ্দিন (২০)। এক বছর হতে চললো এখনও সেদিনের কথা ভুলতে পারেনি আইমান।