মেয়ের পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজ করছেন মা
সন্তানের পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন সুপ্রিতা পন্ডিত। বিয়ের এক বছর যেতে না যেতেই সুপ্রিতার গর্ভে এক মাসের সন্তান রেখেই চলে যান পাষন্ড স্বামী। এরপর কেটে গেছে এক যুগ, কিন্তু কোনদিন খোঁজ-খবর নেননি স্ত্রী-সন্তানের। তখন থেকেই সন্তানের মুখের দিকে তাকিয়ে করে যাচ্ছেন অমানবিক পরিশ্রম।
বিজ্ঞাপন